ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে নিখোঁজ কলেজছাত্রকে ফেরত পেতে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
ঝিনাইদহে নিখোঁজ কলেজছাত্রকে ফেরত পেতে সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে মাকছুদুর রহমান নামে নিখোঁজ এক কলেজছাত্রকে অক্ষত অবস্থায় ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদ সম্মেলনে সরকারের কাছে এ দাবি করেন তার বৃদ্ধ বাবা মোমিনুর রহমান।

এ সময় মাকছুদের বৃদ্ধা মা ফিরোজা বেগম, ফুফু শাহানারা খাতুন, দাদি রহিমা খাতুন, চাচী আশুরা বেগম, বোন সুমাইয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস, ভাবী ফরিদা খাতুন ও চাচাতো ভাই আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে মাকছুদুর রহমান ওরফে মাসুদ রানাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। তাকে কালো একটি গাড়িতে করে কে বা করা তুলে নিয়ে গেছে। ওই দিন আসরের নামাজ আদায় করে মাকছুদ ও একই গ্রামের সামছুল আলমের ছেলে সাইফুল ইসলাম হরিনদিয়া গ্রামের মসজিদ থেকে বের হলে অজ্ঞাতপরিচয়ের লোকেরা মোবাইল টাওয়ারের জন্য জমি দেখানোর কথা বলে একটি জীপে করে নিয়ে যায়। পরে সাইফুলকে ছেড়ে দিলেও মাকছুদকে তারা নিয়ে যায়। সেই থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় শুক্রবার রাত ৭টার দিকে কোটচাঁদপুর থানায় জিডি করতে গেলে পুলিশ তাদের লেখা জিডি পরিবর্তন করে সাদামাটা একটি জিডি (নং ৪৮২) গ্রহণ করে।

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা মাকছুদকে জীবিত ফিরে পেতে দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।