ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পিএসসির সদস্য পদ থেকে ড. আবুল কাশেমকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
পিএসসির সদস্য পদ থেকে ড. আবুল কাশেমকে অব্যাহতি

ঢাকা: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদ থেকে অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদারকে অব্যাহতি দিয়েছে সরকার। এর আগে তিনি অব্যাহতির জন্য আবেদন করেছিলেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে জানায়, ‘সংবিধানের ১৩৯ (৩) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি কর্তৃক সরকারি কর্ম কমিশনের সদস্য পদ থেকে অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদারের পদত্যাগপত্রটি গৃহীত হওয়ায় তাকে ২০ সেপ্টেম্বর থেকে কমিশনের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো’।
 
তবে অব্যাহতির বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি।


 
২০১৪ সালের ২৭ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আবুল কাশেম মজুমদারকে পাঁচ বছরের জন্য পিএসসির সদস্য নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।