ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বাসচাপায় অটোরিকশ‍া চালকসহ নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
কুষ্টিয়ায় বাসচাপায় অটোরিকশ‍া চালকসহ নিহত ২

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার কবুরহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-অটোরিকশা চালক ইরাদ আলী (৪০) ও শিশু আফরিন (২)।

আহতরা হলেন-বিপাশা, বিউটি ও টুম্পা। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, বিকেলে পোড়াদহ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাস কবুরহাট ব্যাপারি রাইস মিলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আফরিন ও ইরাদকে মৃত ঘোষণা করেন। আহতদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে বিপাশার অবস্থা আশঙ্কাজনক। বিপাশা নিহত শিশু আফরিনের মা। তাদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপাড়া গ্রামে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭, আপডেট: ১৭০৩ ঘণ্টা
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।