শাহ আলম সাজু নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার আবুল কাসেমের ছেলে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া শহরের ফুলবাড়ী টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
এসআই শহিদুল ইসলাম বলেন, সততা নামে একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা থেকে বগুড়া শহরের উদ্দেশে যাচ্ছিলো। একই সময়ে একদিকে যাচ্ছিলেন ক্রাউন সিমেন্ট কোম্পানির কর্মকর্তা মোটরসাইকেল আরোহী শাহ আলম সাজু।
এপর্যায়ে বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় বাসকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা গেলে পড়ে যায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই শাহ আলম সাজু মারা যান। বাসটি আটক করা হয়েছে বলেও জানান এসআই শহিদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমবিএইচ/ওএইচ/