ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চাঁন মিয়া, উজ্জ্বল, জয়নব, তাছলিমা, রোজিনা, বিল্লাল হোসেন ও মনোয়ারা বেগমকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলা করতে গিয়ে কেন্দুয়া এলাকার শিশু আবু বক্কর সিদ্দিকের সঙ্গে অপর শিশু তামিমের ঝগড়া ও মারধরের ঘটনা ঘটে। এসময় উভয় শিশুর পরিবারের লোকজন বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।