ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে গণপিটুনি ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
বাহুবলে গণপিটুনি ডাকাত নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। তবে তার নাম ঠিকানা জানা যায়নি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।  

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভোরে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মহিষদুলং গ্রামে একদল ডাকাত হানা দেয়।

গ্রামবাসী এসময় তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও একজন ধরা পড়েন। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকেলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।