মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় অর্ধশত কাচা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা বিভাগীয় সহকারী স্টেট অফিসার ওয়াহেদুননবীর নেতৃত্বে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযানে অংশ নেন।
এসআই রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২২ আগস্ট শহরের চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় কমলাপুর-নারায়ণগঞ্জ রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছিলো। কিছুদিন যেতে না যেতেই অবৈধ দখলদারদার আবারও বাশ ও বেড়া দিয়ে জায়গাটি দখল করে নেয়। এ কারণে পুনরায় উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
ওএইচ/