মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান টাঙ্গাইলের কালিয়াদি ডোলকোন গ্রামের মো. মুক্তার আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুন নূর বাংলানিউজকে জানান, সকালে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান হঠাৎ ভাবে ব্রেক করলে এর সঙ্গে পেছনে থাকা
অন্য একটি কার্ভাড ভ্যানের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পেছনের কার্ভাড ভ্যানের হেলপার আব্দুস সোবহান মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এসআই