ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রামগতির শ্রেষ্ঠ গ্রামপুলিশ নুরুজ্জামান ও সিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
রামগতির শ্রেষ্ঠ গ্রামপুলিশ নুরুজ্জামান ও সিরাজ রামগতির শ্রেষ্ঠ গ্রামপুলিশের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে মাদক উদ্ধার, ইভটিজিং, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দুর্গাপূজায় পুলিশকে সহযোগিতাসহ সঠিকভাবে দায়িত্বপালন করায় উপজেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ হয়েছেন মো. নুরুজ্জামান ও মো. সিরাজ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে রামগতি থানায় গ্রামপুলিশ প্যারেড অনুষ্ঠানে কাজের স্বীকৃতি স্বরূপ তাদেরকে শ্রেষ্ঠ প্রামপুলিশের সনদ ও পুরস্কার দেওয়া হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন তাদের হাতে এ পুরস্কার তুলে দেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন তিনি।

নুরুজ্জামান রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ও মো. সিরাজ বড়খেরী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে গ্রামপুলিশের দায়িত্বপালন করে আসছেন।

ওসি ইকবাল হোসেন বলেন, আসামি গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে, মাদক উদ্ধার, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং ওয়ারেন্ট তামিলে দফাদার ও গ্রামপুলিশরা সহযোগিতা করে আসছে। পুলিশকে সহযোগিতাসহ সঠিকভাবে দায়িত্বপালনের স্বীকৃতি স্বরূপ তাদের শ্রেষ্ঠ গ্রামপুলিশ সনদ এবং পুরস্কার দেওয়া হয়েছে। গত আগস্ট মাসেও শ্রেষ্ঠ গ্রামপুলিশ ও দফাদারকে পুরস্কার ও সনদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।