মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের সমবায় ভবনে প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে এ উপলক্ষে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় সাংবাদিক সংস্থা, কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন ইটনা সমিতির সাধারণ সম্পাদক মো. মেহের উদ্দিন।
প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে ‘যত ১৭’ গ্রন্থের তথ্য উদ্ভাবক ও সংগ্রাহক মো. রেজাউল হাবীব রেজা গ্রন্থটির সার্বিক দিক ও ইতিহাস তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সহ সভাপতি আমিনুল হক সাদী, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, প্রভাষক মো. মোবারক হোসেন খান, ভোরের আলো সাহিত্য আসরের সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, নারী বিষয়ক সম্পাদক ফারহানা আহমেদ খানম প্রমুখ।
পরে ‘যত ১৭’ গ্রন্থের প্রথম প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতীয় সাংবাদিক সংস্থার ষান্মাষিক পরীক্ষায় অংশ গ্রহণকারীদেরকে সনদ দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা অক্টোবর ১৭, ২০১৭
টিএ