ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় ২০ দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় ২০ দালাল আটক

ঢাকা: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকা থেকে দালাল চক্রের ২০ দালালকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দালাল চক্রটি পাসপোর্ট তৈরিতে ভুয়া কাগজপত্র তৈরি করে জনসাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো।

এছাড়া দ্রুততম সময়ে পাসপোর্ট তেরির প্রলোভন দেখিয়ে বাড়তি অর্থ আদায় করতো।

বিভিন্ন প্রতারণার দায়ে ঐ দালাল চক্রের ২০ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তবে প্রাথমিক তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।