ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কেন্দুয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
কেন্দুয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জান্নাতুল নামে এক কলেজছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে পালিয়ে গেছে ঈমন নামে এক বখাটে যুবক।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব শান্তিবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জান্নাতুল পারভীন সিরাজ মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

তার বাবার নাম আব্দুল লতিফ। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পাথাইরকান্দি গ্রামে।

তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানাস্তর করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, জান্নাতুল পূর্ব শান্তিবাগে ঝুমা নামে তার এক ভাগ্নিকে নিয়ে হাবুল ব্যাপারীর বাসায় ভাড়া থেকে পড়াশোনা করতেন। ঝুমাও একই কলেজে এইচএসসিতে পড়ে।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ঈমন নামে এক বখাটে তাকে কুপিয়ে পালিয়ে গেছে। তবে কেন তাকে কুপিয়ে আহত করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ওই যুবককে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।