মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ওই দুই শিবির নেতাকে আটক করা হয়।
কলেজ ছাত্রলীগের অভিযোগ, রামগতি উপজেলার দায়িত্বপ্রাপ্ত শিবিরের ওই দুই নেতা কৌশলে লক্ষ্মীপুর সরকারি কলেজে এসে সাধারণ শিক্ষার্থীদের নতুন সদস্য ফরম পূরণ করাচ্ছিলো।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, শিবিরের দুই নেতাকে আটক করা হয়েছে। তারা রামগতি উপজেলা শিবিরের রাজনীতিতে সক্রিয়। তাদের কাছ থেকে সংগঠনের কয়েকটি বই ও ফরম উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
ওএইচ/