ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ২ শিবির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
লক্ষ্মীপুরে ২ শিবির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ পুলিশের হাতে আটক দুই শিবির নেতা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দুই শিবির নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা হলেন, আনোয়ারুল হক (২৪) ও শামীম (২২)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ওই দুই শিবির নেতাকে আটক করা হয়।

কলেজ ছাত্রলীগের অভিযোগ, রামগতি উপজেলার দায়িত্বপ্রাপ্ত শিবিরের ওই দুই নেতা কৌশলে লক্ষ্মীপুর সরকারি কলেজে এসে সাধারণ শিক্ষার্থীদের নতুন সদস্য ফরম পূরণ  করাচ্ছিলো।

খবর পেয়ে তাদের আটকে রেখে পুলিশ দেওয়া হয়।

লক্ষ্মীপুর সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, শিবিরের দুই নেতাকে আটক করা হয়েছে। তারা রামগতি উপজেলা শিবিরের রাজনীতিতে সক্রিয়। তাদের কাছ থেকে সংগঠনের কয়েকটি বই ও ফরম উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।