মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ধর্ষক নুরুজ্জামানকে নারায়ণগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে হাজির করা হয়। সেখানে ধর্ষণের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার জানান, উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের শাহ আলমের লম্পট ছেলে নুরুজ্জামান মিয়া খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক নুরুজ্জামান পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মারাত্মক আহত ওই শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি স্থানীয় একটি ব্র্যাক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে ওই ছাত্রীর বাবা জানান, লম্পট নুরুজ্জামান আমার মেয়েকে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। বর্তমানে আমার মেয়ের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি লম্পট নুরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরআই