মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার খোলাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাখাওয়াত ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ও নরসিংদীর একটি পলিটেকনিকেলের ছাত্র।
স্থানীয়রা জানান, সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরেনি সাখাওয়াত। দুপুরে তার নিজ বাড়ির পাশের ধান ক্ষেতের পানির ড্রেনে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে যায়। তদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরএস/এসআরএস