ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
বাউফলে গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক 

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ রাজিয়া বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রাম থেকে তাকে আটক করা হয়। রাজিয়া ওই গ্রামের মিন্টু মৃধার স্ত্রী।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বাংলানিউজকে জানান, দুপুরে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে রাজিয়া নামে এক নারী মাদক বিক্রেতার বসতঘরে তল্লাশি করে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।  

আটক হওয়া নারীর বিরুদ্ধে বাউফল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।