ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ইয়াবা-ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
কুড়িগ্রামে ইয়াবা-ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক মাদক বিক্রেতা এরশাদুল হক

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা শহরের সবুজপাড়া এলাকা থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেনসিডিলসহ এরশাদুল হক (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলের দিকে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছোবহান বিষয়টি নিশ্চিত করেন বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে এরশাদুলকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছিলো পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে অটক করা হয়।

আটক এরশাদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০২৩ অক্টোবর ১৭, ২০১৭
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।