মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর বলাখাল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-উপজেলার কাপাইকাপ গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. আবুল বাশার (৩৫), উত্তর বলাখাল গ্রামের খোরশেদ আলমের ছেলে কবির আহাম্মদ (৩৩) ও একই গ্রামের শামছুল হক বেপারীর ছেলে মো. হোসেন বেপারী (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উত্তর বলাখাল গ্রামের হাবিব বকাউলের বাড়িতে অভিযান চালিয়ে ২৫৫ পিস ইয়াবাসহ ওই তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়।
ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে তাদের জেলা আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরবি/