মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামরাঙ্গীরচর নবাবগঞ্জ বড় মসজিদ ঢাল এলাকার ৪ নম্বর গলির একটি বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো।
ইশরাতের বড় বোন মিম জানান, তাদের বাবা পেশায় গাড়িচালক, মা একটি হাসপাতালে আয়ার কাজ করেন। দুপুরে তারা বাইরে ছিলেন। এসময় বাসায় আরেক রুমে ছিলো মিম। ইশরাত ওড়না নিয়ে বাসার ভেতর খেলছিলে। বেলা সাড়ে ৩টার দিকে মিম দেখে সে ঘুমিয়ে আছে। এসময় তাকে পাশের রুমে নিয়ে শুইয়ে রাখে।
সন্ধ্যা হয়ে যাওয়ায় মিম তাকে ঘুম থেকে ডাকতে গেলে দেখতে পায় ইশরাতের গলায় ওড়না প্যাঁচানো। পরে প্রতিবেশিদের সহযোগিতায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. জুয়েল বাড়ৈ জানান, মৃত অবস্থায় ইশরাতকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা। শিশুটির গলার বাম পাশে লালচে দাগ রয়েছে। ময়নাতদন্তের পরে তার মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এজেডএস/আরআর