ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ফেরি বিকল, যান চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
পিরোজপুরে ফেরি বিকল, যান চলাচল বন্ধ

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া ঘাটে কচা নদীতে ফেরি বিকল হয়ে যান চলাচল বন্ধ রয়েছে।  

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিটি বিকল হয়ে পড়ে।  

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দুপুর থেকে এক ইঞ্জিনে ফেরিটি চলছিল।

বিকাল ৪টার দিকে কাউখালীর বেকুটিয়া ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণ পর মাঝ নদীতে ফেরিটি বিকল হয়ে পড়ে। রাত ৯টায় এ প্রতিবেদন লেখার পর্যন্ত ফেরিটি সচল করা যায়নি। সড়ক ও জনপথ বিভাগের লোকজন ফেরিটি মেরামতের চেষ্টা করছে।  

স্থানীয়রা জানান, ফেরিটি বিকল হওয়ায় কচা নদীর কুমির মারা ও বেকুটিয়া প্রান্তে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে চলাচল করা যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।  

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হামিদুর রহমান জানান, প্রচণ্ড স্রোতে ও কচুরিপানায় আটকে ফেরির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফেরিটি মেরামতের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭ 
আরআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।