মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিটি বিকল হয়ে পড়ে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দুপুর থেকে এক ইঞ্জিনে ফেরিটি চলছিল।
স্থানীয়রা জানান, ফেরিটি বিকল হওয়ায় কচা নদীর কুমির মারা ও বেকুটিয়া প্রান্তে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে চলাচল করা যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হামিদুর রহমান জানান, প্রচণ্ড স্রোতে ও কচুরিপানায় আটকে ফেরির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফেরিটি মেরামতের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭
আরআর