পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৮ এপ্রিল পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে ১১৯ পিস ইয়াবাসহ রনিকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সদস্যরা। এ ঘটনায় র্যাবের সেই সময়ের ডিএডি ঈসমাইল হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। ওই বছরের ১ মে পুলিশ রনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার বিচারক রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এসআই