এসময় আটক মিশু মারমাকে (৩৫) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আজিজনগর মারমা পাড়া ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল বাংলানিউজকে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশে মজুদ করা প্রায় ৫০ হাজার লিটার মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। পরে জব্দ করা চোলাই মদ ও মদের উপকরণ ধ্বংস করা হয়।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, উপ-পরিচালক একেএম শওকত ইসলাম, শামীম আহমেদ ও সহকারী পরিচালক জিল্লুর রহমান অভিযানে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরআর