নীলফামারীর সঞ্জিত মেডিকেলে ভর্তি হতে পারছেন না এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাকে আর্থিক সাহায্য দেন অনেকে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল পর্যন্ত ৬০ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ মঙ্গলবার বিকাল ৫টায় মোবাইল ফোনে সঞ্জিতের সঙ্গে কথা বলেন। তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী তার লেখাপড়া খরচ বহনে সহায়তা করবেন। সঞ্জিততে ঢাকায় গিয়ে মন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে বলেন তিনি।
সঞ্জিত জানান, তার ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির জন্য নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমসহ অনেকে সাহায্য করেছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহামাদ খালেদ রহীম জানান, মঙ্গলবার সকালে সঞ্জিতকে অফিসে ডেকে এনে তার ভর্তির জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
নীলফামারীর জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বাদিয়ারমোড় গ্রামের মৃত হিরেন্দ্র নাথ রায় ও মা যশোদা রায়ের দুই মেয়ে দুই ছেলের মধ্যে সবার ছোট সঞ্জিত। বাবা চিকিৎসার অর্থের অভাবে মারা যান। মা দিনমজুরি করে সংসার চালান।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরআর