ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কেন্দুয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখমকারী বখাটে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
কেন্দুয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখমকারী বখাটে গ্রেফতার কেন্দুয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখমকারী বখাটে গ্রেফতার

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কলেজছাত্রীকে কুপিয়ে গুরুতর জখমকারী যুবক ইমনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জেলার মোহনগঞ্জ রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমন কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মহর আলীর ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মো. সোহান সরকার বাংলানিউজকে জানান, ইমন আত্মগোপন করার চেষ্টায় মোহনগঞ্জ রেলস্টেশন ট্রেনের জন্য অবস্থান করছিল। রাতের ট্রেনে ঢাকা যাওয়ার পরিকল্পনা ছিলো তার। পরে কেন্দুয়া থানার পুলিশ সদস্যরা তাকে স্টেশন থেকে গ্রেফতার করেন।

এরআগে এদিন দুপুর আড়াইটার দিকে প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কেন্দুয়ার পূর্ব শান্তিবাগ এলাকায় ওই কলেজছাত্রী প্রকাশ্যে কুপিয়ে জখম করে ইমন। গুরুতর অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেকে) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হামলার শিকার মেয়েটি কেন্দুয়ার পারভীন সিরাজ মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পাথাইরকান্দি গ্রামে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মেয়েটি কেন্দুয়ার পূর্ব শান্তিবাগে বাসা ভাড়া থেকে পড়াশোনা করতেন।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।