হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে মারাজ মিয়া (৪০) নামে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ইটাখোলা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় চুনারুঘাট থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম মারাজ মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
মাহবুবুল আলম জানান, ২০০৯ সালে একটি চুরির মামলায় আদালত থেকে মারাজের বিরুদ্ধে ১ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা হয়।
এরপর থেকে তিনি পলাতক ছিল।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসএইচ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।