আটককৃতরা হলো- বরিশাল নগরের রসুলপুর এলাকার নাছির বেপারী (৩৮), রুপাতলী আদর্শ সড়কের আহসানুউল হক মানিক (২৫) ও দক্ষিণ আলেকান্দা এলাকার ফয়সাল (২৫)।
আটককৃতদের মধ্য থেকে নাছির বেপারীকে মঙ্গলবার দিবাগত রাতে রসুলপুর বালুরমাঠ খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে ১ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এরআগে সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডস্থ কালু খাঁন বাড়ি সংলগ্ন এলাকা থেকে আহসানুউল হক মানিককে ১০ পিস ও ১২নং ওয়ার্ডস্থ আমতলা পানির ট্যাংকি সংলগ্ন এলাকা থেকে ফয়সালকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পৃথক তিনটি অভিযানে আটককৃতদের বিরুদ্ধে ডিবি’র এসআই মনিরুজ্জামান ও নৃপেন কুমার দাস সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ০৬২৫ ঘন্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএস/এসএইচ