ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৫৮ হাজার মিটার জালসহ আটক ১৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
বরিশালে ৫৮ হাজার মিটার জালসহ আটক ১৪

বরিশাল: বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিযে ৫৮ হাজার মিটার অবৈধ জালসহ ১৪ জনকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ মণ ইলিশ ও ২টি নৌকা জব্দ করা হয়। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃত ১৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপার্দ করা হলে তাদের মধ্য থেকে ১০ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪ জনকে অর্থদণ্ড দেওয়া হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোতালেব।

বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।