মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শেফা পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকার শফিক মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু শেফা ও সুখি বাড়ি থেকে বাজারে আসার সময় রাস্তা পারাপার হতে গেলে একটি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শেফা আক্তারকে মৃত ঘোষণা করেন। সুখিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসএইচ