ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

৫ দিনের সফরে সিলেট যাচ্ছেন শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
৫ দিনের সফরে সিলেট যাচ্ছেন শিক্ষামন্ত্রী

সিলেট: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৫ দিনের সরকারি সফরে বুধবার (১৮ অক্টোবর) সিলেট আসছেন। 

এদিন দুপুর পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজে সরকারিকরণ উপলক্ষে বিকেল ৪টায় রাজা জি সি হাই স্কুলে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন।



এছাড়া তিনি ১৯ থেকে ২২ অক্টোবর নিজ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভা ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে যোগদান শেষে রোববার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায়  ঢাকায় ফিরবেন।  

শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব জাকির হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।