ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
খুলনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ৩

খুলনা: খুলনার তেরখাদা উপজেলায় প্রতিপক্ষের হামলায় গোবিন্দ মল্লিক (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) সকালে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দ নিজ গ্রাম অর্জুনা বলর্দ্বনার একটি অনুষ্ঠান থেকে পরিবারের লোকজনসহ বাড়ি ফিরছিলেন।

পথে প্রতিপক্ষের কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।  

এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১টার দিকে তিনি মারা যান। এই হামলায় আরও ৪-৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে  আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
  
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।