বুধবার (১৮ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুছালে মো. জাকারিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল সোয়া ৬টার দিকে নাওজোর এলাকায় পুরাতন কাটুন বিক্রির একটি টিনশেড দোকানে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে পুরাতন কাটুন ও মালমাল পুড়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেট অথবা কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরএস/জিপি