দুর্গাপুর-বিরিশিরি এ সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় ধসে পড়েছে দুর্গাপুরের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনও। ফলে কর্মহীন হয়ে পড়েছেন স্থানীয়সহ কয়েক লাখ মানুষ।
শ্যামগঞ্জ থেকে বিরিশিরি পর্যন্ত ৩৬ কিমি সড়কটিকে মহাসড়কে রূপান্তরিত করতে পুনর্নির্মাণ কাজ শুরুর মধ্য দিয়ে অবশেষে সব ধরনের ভোগান্তি-দুর্ভোগ আর ক্ষোভের অবসান ঘটতে যাচ্ছে।
বুধবার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১২টায় সুদীর্ঘ সে অপেক্ষার অবসান ঘটিয়ে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক বিরিশিরি সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ৩১৬ কোটি টাকা ব্যয়ে মহাসড়কে উন্নীত হবে বিদ্যমান সড়কটি।
পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বাংলানিউজকে জানান, সড়ক নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানের আগে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। পরে পূর্বধলা চৌরাস্তায় প্রধান অতিথি ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
স্থানীয়রা মনে করছেন, নির্মাণ কাজ সম্পন্ন হলে স্বাভাবিক হবে যোগাযোগ ব্যবস্থা। ফের চাঙ্গা হবে এলাকার সব ধরনের বাণিজ্য, কাজে যুক্ত হবেন কর্মহীনরা। তাদের পরিবারের সদস্যদের মুখে ফুটে উঠবে হাসির ঝিলিক। আর দর্শনীয় স্থানগুলো মুখরিত থাকবে পর্যটকদের পদচারণায়।
অতীতের সব দুর্ভোগ-ক্ষতি ভুলে যাবেন, যদি মানসম্মত টেকসই সড়ক পান- জনপ্রতিনিধিদের কাছে এমনটিই দাবি করছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এএসআর