বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চরফ্যাশন উপজেলায়।
স্থানীয়রা জানান, সকালে যাত্রীবাহী একটি বাস চরফ্যাশন থেকে ভোলার দিকে আসছিল। এ সময় বাংলাবাজার এলাকায় আসার পর চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দু’টি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, বাসের ভেতরে কোনো যাত্রী আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার হয়নি।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
আরএ