ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সেপটিক ট্যাঙ্ক থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
কুষ্টিয়ায় সেপটিক ট্যাঙ্ক থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ায় নিজ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে নদী নামে ১০ দিনের একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নদী ওই এলাকার লিটন ভট্টাচার্যের জমজ দুই নবজাতকের একজন।

বুধবার (১৮ অক্টোবর) সকালে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ১৫ অক্টোবর (রোববার) লিটনের জমজ মেয়ে বাচ্চার একটি হারিয়ে যায়। পরের দিন ১৬ অক্টোবর (সোমবার) শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। মঙ্গলবার রাতে পুলিশ তার বাড়িতে তল্লাশি করলে উঠানে সেপটিক ট্যাঙ্ক থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।
 
তিনি আরো জানান, ওই পরিবারে এর আগেও দু’টি মেয়ে বাচ্চা রয়েছে এবং পরবর্তীতে আরো দু’টি জমজ মেয়ে বাচ্চার জন্ম হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।