ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর চাপাতির কোপে ২ পুলিশ আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
ছিনতাইকারীর চাপাতির কোপে ২ পুলিশ আহত

ঢাকা: রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোরব) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমতিয়াজ হেসেন (৩৫) ও কনস্টেবল গোলাম আজম (৩২)।

 

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ সাহা বাংলানিউজেকে জানান, রাতে পুলিশের গাড়িসহ বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিলো। হাজারীবাগ বেড়িবাঁধ আরএস পেট্রোল পাম্প এলাকায় ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় কয়েকজন ছিনতাইকারীকে ধরতে গেলে দুই পুলিশ সদস্যকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে। আহত এএসআই ইমতিয়াজ ও কনস্টেবল গোলাম আজমকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এদের মধ্যে গোলাম আজমের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাড়াছা ইমতিয়াজের মাথায় সামান্য আঘাত লেগেছে বলেও জানান এসআই কমল কৃষ্ণ সাহা।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।