ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
গৌরনদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় ২২৪ পিস ইয়াবাসহ জাকির হোসেন হাওলাদার (৩৫) নামে এক মাদক বিক্রতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় কসবা এলাকায় অভিযান চালিতে তাকে আটক করা হয়।  

আটক জাকির হোসেন বড় কসবা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. মামুনুর রশিদ খাঁন বাদী হয়ে গৌরনদী থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।