মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় কসবা এলাকায় অভিযান চালিতে তাকে আটক করা হয়।
আটক জাকির হোসেন বড় কসবা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে র্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ এর বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. মামুনুর রশিদ খাঁন বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএস/জিপি