নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আরমান (২৫) নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদ এ রায় দেন।
সৈয়দপুর ইউএনও অফিস সহকারী আমিরুজ্জামান শামীম জানান, শহরের সাহেবপাড়ার মেরাজ আলীর ছেলে আরমান সকালে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করছিলেন।
খবর পেয়ে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে বিচারক মো. বজলুর রশীদ এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।