বুধবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লায় এ বিক্ষোভ মিছিল বের করে শ্রমিক সংগঠন।
মিছিল থেকে শ্রমিকদের পেটে লাথি মেরে অটোরিকশা বন্ধ করার অপচেষ্টা করলে আন্দোলনের মাধ্যমে রাজপথ অচল করে দেওয়ার হুঁশিয়ারী দিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা।
ফতুল্লার ডিআইটি মাঠ থেকে কয়েকশ’ শ্রমিক প্রায় ঘণ্টাব্যাপী সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি পেশ করেছেন তারা।
এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নেতা শাহাদাত হোসেন সেন্টু, হুমায়ন কবির, জব্বার মিয়া,আজিজুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এএটি