ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে টুম্পা হত্যার ঘটনায় আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
মোহাম্মদপুরে টুম্পা হত্যার ঘটনায় আটক ১

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে নব্য বুটিকসের বিক্রয়কর্মী রোখসানা আক্তার টুম্পা হত্যার ঘটনায় তার স্বামী সবুজকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে র‌্যাব-২ এর একটি টিম যশোরে অভিযান চালিয়ে সবুজকে আটক করে।

  এ বিষয়ে বুধবার দুপুর ৩টায় র‌্যার-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিক জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।