বুধবার (১৮ অক্টোবর) সকালে সংগঠনটির একাংশ খাগড়াছড়ি সরকারি কলেজের হল রুমে বই বিতরণ করে। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস সবুর খান উপস্থিত থেকে বই বিতরণ করেন।
বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার একাংশের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাঈন উদ্দীন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, যুগ্ম-সম্পাদক জাহিদুল ইসলা, প্রচার সম্পাদক মো. শাহীন আলম, টেকনিক্যাল কলেজ সভাপতি মো. ইব্রাহিম খলিল প্রমুখ।
পরে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার পঞ্চম কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার ছাত্র মৃদুল বড়ুয়াকে সভাপতি, কাউসার মাহমুদকে সাধারণ সম্পাদক ও মো. সুমন রানাকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
জিপি