বিভিন্ন দাবিতে বগুড়ায় সুজন’র লিফলেট বিতরণ, ছবি: আরিফ জাহান
বগুড়া: বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণসহ বিভিন্ন দাবিতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পক্ষ থেকে নানা শ্রেণি পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা ও আশপাশের এলাকার মানুষের মধ্যে বিভিন্ন দাবি সম্বলিত এসব লিফলেট বিতরণ করা হয়।
দাবির মধ্যে ছিলো অবিলম্বে বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণের কাজ শুরু করতে হবে।
একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া বিদ্যমান বিমানবন্দর অবিলম্বে চালুর ব্যবস্থা করতে হবে। ২২ অক্টোবর এসব দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক (ডিসি ও জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর পেশ করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা কমিটির সভাপতি মোখলেছার রহমান, সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক সেলিম রেজা খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আবদুল্লাহ আল মামুন, আইভী রহমান, আবু মূসা প্রমুখ।
বাংলাদেশ সময়:১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমবিএইচ/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।