বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেরু চিনিকল প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করেন তারা।
শ্রমিক নেতারা কর্মসূচিতে অংশ নিয়ে সর্বনিম্ন ৮ হাজার ৭৫০ টাকা প্রারম্ভিক মজুরি নির্ধারণ করে ১ জুলাই ২০১৫ থেকে জাতীয় মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানায়।
দর্শনা কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সভাপতি হাফিজুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
আরএ