ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দর্শনা কেরু চিনিকল শ্রমিকদের মজুরি কমিশনের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
দর্শনা কেরু চিনিকল শ্রমিকদের মজুরি কমিশনের দাবি

চুয়াডাঙ্গা: সর্বনিম্ন মজুরি কমিশনের দাবিতে চুয়াডাঙ্গার দর্শনা চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেরু চিনিকল প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করেন তারা।
 
শ্রমিক নেতারা কর্মসূচিতে অংশ নিয়ে সর্বনিম্ন ৮ হাজার ৭৫০ টাকা প্রারম্ভিক মজুরি নির্ধারণ করে ১ জুলাই ২০১৫ থেকে জাতীয় মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানায়।

এসময় দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

দর্শনা কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সভাপতি হাফিজুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।