ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
সাভারে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম সাভারে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

সাভার (ঢাকা): সাভারে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

বুধবার (১৮ অক্টোবর) সকালে সাভার পৌর এলাকার সিরামিক্সে কবির-মৌসুমী দম্পতির বাসায় এ ঘটনা ঘটে।

স্থায়ীরা জানান, ২০০৯ সালে নভেম্বর মাসে আহসান উল্লাহর কাছ থেকে একখণ্ড জমি কেনেন কবির।

কয়েক বছর পর বিক্রি করা ওই জমি দখলের জন্য কবিরকে নানা ভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলেন আহসান। এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে সকালে অজ্ঞাত ২০-২৫ জনকে নিয়ে আহসান কবিরের বাসায় হামলা চালান। এসময় তারা কবিরের ওপর হামলা চালালে তার স্ত্রী মৌসুমী এসে বাধা দেন। এতে তাকেও কুপিয়ে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।