বুধবার (১৮ অক্টোবর) সকালে সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুদু মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজার এলাকার বাসিন্দা।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কিছুদিন ধরে দুদু মিয়া মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ১৫ অক্টোবর হঠাৎ করে নিখোঁজ হন তিনি। পরে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করেও সন্ধান পাননি তার।
ওসি আরও জানান, সকালে দুদু মিয়ার মরদেহ চৌরাস্তা বাজার এলাকার একটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধারটি করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
আরএ