ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
বেগমগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী আটক বেগমগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের গণিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- ওই এলাকার তোফায়েল আহমদের ছেলে মো. ফারুক প্রকাশ টুনা (৩৫), মৃত বসু মিয়ার ছেলে তোফায়েল আহমদ (৫৯), তোফায়েল আহমদের ছেলে মো. বাসু (৩৬) ও মৃত আ. কাইউমের ছেলে মো. দুলাল (৩৩)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গনিপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৪৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬২,৫২০ টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রয় করে আসছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।