বুধবার (১৮ অক্টোবর) সকালে মুন্সীগঞ্জ ও ঢাকা জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে চালগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মুন্সীগঞ্জ শহরের বড় বাজারের শাহ-আলম ট্রেডার্সের মো. শাহ-আলম, জাকির স্টোরের মো. জাকির, বিপ্লব স্টোরের মো. বিপ্লব এবং সামি স্টোরের মো. রাসেল।
ঢাকা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. বাশার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মঙ্গলবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মাসুদ (৩২), ফরহাদ (২৮), একলাসকে (৩৫) আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকাররোক্তি অনুযায়ী ফতুল্লার শিবু মার্কেট হাজীগঞ্জ এলাকা থেকে ৫৬ বস্তা চাল উদ্ধার করা হয়।
এরপর, বুধবার সকালে মুন্সীগঞ্জ শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ১১৮ বস্তা চালসহ চারজনকে আটক করা হয়। আটকদের সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি ১৭৬ বস্তা চাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনটি