বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টার সময় উপজেলার কলম নজরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মামুন ওই গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বাড়ির পাশে গাঁজার চাষ করছেন মামুন। এমন তথ্যের ভিত্তিতে সকালে উপ পরিদর্শক (এসআই) খাইরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১২ ফুট লম্বা প্রায় ২০ কেজি ওজনের একটি গাঁজা গাছসহ তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরবি/