বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় শহরের ব্যাংকপাড়ার আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান।
জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওমামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনটি