ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে আইন-শৃংখলা রক্ষায় আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
সাভারে আইন-শৃংখলা রক্ষায় আলোচনা সভা সাভারে আইন-শৃংখলা রক্ষায় আলোচনা সভা

সাভার (ঢাকা): সাভারে আইন-শৃংখলা রক্ষায় মাসিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার আইন-শৃংখলার বিভিন্ন বিষয়, থানায় দায়ার করা মামলা, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর তার নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রশাসনের তহবিল থেকে সাভারে বেদে সম্প্রদায়ের লোকজনের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ৯ লাখ ২০ হাজার টাকার চেক দেওয়া হয়। বেদে সম্প্রদায়ের প্রতিনিধি দলের মাধ্যমে এই আর্থিক অনুদান গ্রহণ করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান প্রমুখ।

আর্থিক সহায়তা পেয়ে বেদে সম্প্রদায়ের লোকজন সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান সাভারের বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এরই ধরাবাহিকতায় সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া সাভার উপজেলাকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করে বিভিন্ন স্থানে সাইবোর্ড লাগানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।