বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর তার নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রশাসনের তহবিল থেকে সাভারে বেদে সম্প্রদায়ের লোকজনের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান প্রমুখ।
আর্থিক সহায়তা পেয়ে বেদে সম্প্রদায়ের লোকজন সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান সাভারের বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এরই ধরাবাহিকতায় সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।
এছাড়া সাভার উপজেলাকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করে বিভিন্ন স্থানে সাইবোর্ড লাগানো হয়।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
জিপি