বুধবার (১৮ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের সুলতানপুর থেকে পুনিয়াউট বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ ছয় কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জেলা ট্রাফিক পরিদর্শক মো. মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে ভাদুঘর এলাকায় পাথরবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ে।
খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের একটি রেকার এসে পাথরবাহী ট্রাকটিকে সরিয়ে নিয়ে যায়। এসময় গ্যাস সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপ লাইন মেরামত করায় দুপুর দেড়টার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনটি