ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা-সিলেট মহাসড়কে ৬ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
কুমিল্লা-সিলেট মহাসড়কে ৬ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় পাথরবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের সুলতানপুর থেকে পুনিয়াউট বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ ছয় কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জেলা ট্রাফিক পরিদর্শক মো. মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে ভাদুঘর এলাকায় পাথরবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ে।

এছাড়াও একই সড়কে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের উচ্চ ক্ষমতা সম্পান্ন গ্যাস পাইপ লাইন লিকেজ হয়ে যায়। এতে করে ধীরে ধীরে ওই মহাসড়কে যানজট বাড়তে থাকে।

খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের একটি রেকার এসে পাথরবাহী ট্রাকটিকে সরিয়ে নিয়ে যায়। এসময় গ্যাস সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপ লাইন মেরামত করায় দুপুর দেড়টার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।